ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ফিলিস্তিনে ইসরায়েলি বসতি রেকর্ড পরিমাণে বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ৮ মার্চ ২০২৪   আপডেট: ১৯:৫১, ৮ মার্চ ২০২৪
ফিলিস্তিনে ইসরায়েলি বসতি রেকর্ড পরিমাণে বেড়েছে

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি রেকর্ড পরিমাণে বেড়েছে। এর ফলে ফিলিস্তিনি রাষ্ট্র বাস্তবে রূপ নেওয়ার বড় ঝুঁকিতে রয়েছে। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান এ তথ্য জানিয়েছেন।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক জানিয়েছেন, ইসরায়েলি বসতি বৃদ্ধির পরিমাণ ইসরায়েলের জনসংখ্যার স্থানান্তর, যা যুদ্ধাপরাধ। 

গত মাসে যুক্তরাষ্ট্র বলেছিল, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে নতুন আবাসন পরিকল্পনা ঘোষণা করার পরে বসতিগুলি আন্তর্জাতিক আইনের সাথে ‘অসঙ্গত।’

আরো পড়ুন:

তুর্ক এক বিবৃতিতে বলেছেন, ‘বসতিবাদী সহিংসতা এবং বন্দোবস্ত সম্পর্কিত লঙ্ঘন চমকপ্রদ নতুন মাত্রায় পৌঁছেছে এবং একটি কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার যে কোনও বাস্তব সম্ভাবনাকে বাদ দেওয়ার ঝুঁকি রয়েছে।’

জাতিসংঘের মানবাধিকার সংস্থা এক প্রতিবেদনে বলেছে, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং রাষ্ট্রীয় সহিংসতা তীব্রভাবে বেড়েছে। বিশেষ করে ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে এটি নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়