বোর্ডিং স্কুলে যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন প্রিন্সেস ডায়ানার ছোট ভাই
বোর্ডিং স্কুলে ছোটবেলায় যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন প্রিন্সেস ডায়ানার ছোট ভাই আর্ল স্পেনসার। রোববার ডেইলি মেইলে প্রকাশিত স্মৃতিকথায় এ তথ্য জানানো হয়েছে।
আর্ল স্পেন্সার জানিয়েছেন, তিনি ৭০ এর দশকে নর্থহ্যাম্পটনশায়ারের মেইডওয়েল হলের একজন নারী সদস্যের লক্ষ্যবস্তু হয়েছিলেন। ওই সময় তার বয়স ছিল মাত্র ১১ বছর।
আর্ল স্পেন্সার আট থেকে ১৩ বছর বয়সের মধ্যে মেডওয়েল হলে ছিলেন।
নতুন বই এ ভেরি প্রাইভেট স্কুলে তিনি অভিযোগ করেছেন, বোডিংয়ের এক নারী কর্মী রাতে তাদের ছাত্রাবাসের বিছানায় তাকে এবং অন্যান্য অল্প বয়স্ক ছেলেদের যৌন নির্যাতন করতো।
স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক জন পোর্চ শিক্ষার্থীদের ‘নৃশংস মারধর’ করতেন বলেও দাবি করেছেন স্পেন্সার।
তার দাবি, ওই শিক্ষক ‘সহিংসতা থেকে যৌন আনন্দ’ পেতেন।
ঢাকা/শাহেদ