বেতন নেবেন না পাকিস্তানের প্রেসিডেন্ট ও স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। পাকিস্তান পিপলস পার্টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্টের সিদ্ধান্তের উদ্দেশ্য বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনাকে উৎসাহিত করা এবং জাতীয় কোষাগারের ওপর চাপ না দেওয়া।
প্রেসিডেন্ট জারদারির পরপর সদ্য শপথ নেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিও দেশের ‘চ্যালেঞ্জিং সময়’ বিবেচনা করে তার বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এক্স-এ একটি পোস্টে তিনি লিখেছেন, ‘স্বরাষ্ট্র ও মাদকদ্রব্যের ফেডারেল মন্ত্রী হিসাবে জাতির সেবা করা সম্মানের। এই মেয়াদে আমার বেতন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। এই চ্যালেঞ্জিং সময়ে, প্রতিটি সম্ভাব্য উপায়ে আমাদের জাতিকে সমর্থন ও সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
ঢাকা/শাহেদ