কলকাতায় ভবন ধসে মৃত বেড়ে ৭
পশ্চিমবঙ্গের কলকাতায় নির্মাণাধীন বহুতল ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে সাতে দাঁড়িয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। এখনো চাপা পড়ে আছেন অনেকে। তাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী একাধিক দল। মৃত এবং আহত সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
রোববার (১৭ মার্চ) মধ্যরাতে কলকাতার মুসলিম অধ্যুষিত গার্ডেনরিচ এলাকার পাহাড়পুরের হাজারি মোল্লা বাগানের ৫১৩/৩ ব্যানার্জিপাড়া লেনে, একটি নির্মাণাধীন বহুতল ভবন ধসে পড়ে একটি ঝুপড়ি উপর পরলে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই, পশ্চিমবঙ্গ সরকারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মী ছাড়াও এনডিআরএফ (ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স) উদ্ধার কাজ শুরু করে।
ভাঙা বাড়ির নীচে আরও কেউ আটকে আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। বহু লোক জখম হয়েছেন এই ঘটনায়। পুলিশ জানিয়েছে, ১৫ জনের বেশি মানুষ আহত এবং ইতিমধ্যে ৭ জনের মৃত্যু ঘটেছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
রাত ১২টার কিছু আগে এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যেটি ভেঙে পড়েছে, সেটি বেআইনি নির্মীয়মাণ একটি পাঁচ তলা ভবন। বহুতলটি সামনের টালি ও ঝুপড়ি ঘরের উপর ভেঙে পড়ে। বেআইনি নির্মাণকেই আপাতত ঘটনার জন্য দায়ী করা হয়েছে।
দুর্ঘটনার সময় এলাকায় প্রায় সবাই ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ কানফাটানো আওয়াজে সবাই বেরিয়ে আসেন। এসেই তারা দেখতে পান চারিদিক ধুলোয় ভর্তি। কংক্রিটের বহুতল ভেঙে পড়েছে দেখেই আতঙ্ক ছড়ায় এলাকায়। এখনও এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
যেখানে বহুতল ভেঙে পড়েছে, সেখানে সোমবার সকাল সকালই পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাথায় ব্যান্ডেজ নিয়েই বাড়ি থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। এরপর, যে হাসপাতালে আহতরা ভর্তি রয়েছেন, সেখানেও তাদের দেখতে যান মমতা।
নিজের এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লেখেন, গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে যে দুর্ঘটনা ঘটেছে, আমি তাতে শোকাহত। আমাদের মেয়র, দমকলমন্ত্রী, পুলিশ কমিশনারের সেক্রেটারিয়েট, সিভিক পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা দল সারারাত ধরে ঘটনাস্থলে রয়েছেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।
মুখ্যমন্ত্রী আরও বলেছেন, বিল্ডিংয়ের নিচে যাদের ঘরবাড়ি ভেঙে গিয়েছে তাদের নতুন করে বাড়ি বানিয়ে দেওয়া হবে। ইতোমধ্যেই আহত ও নিহতদের পরিবারের সদস্যের হাতে ক্ষতিপূরণ বাবদ ১ ও ৫ লাখ রুপি করে দেওয়ার কথা ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
ঢাকা/এনএইচ