ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে জাল সনদ তৈরির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ২০ মার্চ ২০২৪  
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে জাল সনদ তৈরির অভিযোগ

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট  জাইর বোলসোনারোকে কোভিড-১৯ এর টিকার সনদ জাল করার জন্য বিচারের সুপারিশ করেছে। এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদনে সুপারিশটি করা হয়েছে বলে বুধবার আল-জাজিরা জানিয়েছে।

করোনা মহামারির সময় ব্রাজিলে যখন সংক্রমণ ও মৃত্যুর হার বাড়ছিল তখন লকডাউন ঘোষণার সম্পূর্ণ বিরোধী ছিলেন বোলসোনারো। এমনকি তিনি নাগরিকদের টিকা নিতে নিরুৎসাহিত করেছেন। ওই সময় ডানপন্থি এই নেতা দাবি করেছিলেন, তিনি করোনার টিকা নেননি এবং নেবেন না। তবে পরবর্তীতে অভিযোগ ওঠে আন্তর্জাতিকভাবে ভ্রমণের সুযোগ নিতে তিনি সহযোগীদের টিকার জাল সনদ তৈরির নির্দেশ দিয়েছিলেন। এ ঘটনায় গত বছর থেকে বোলসোনারোর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ ২৩১ পৃষ্ঠার প্রতিবেদনে বলেছে, বোলসোনারো এবং অন্যান্য ১৬ ব্যক্তি ভাইরাসটি ছড়িয়ে পড়ার সাথে সাথে ‘অযাচিত সুবিধা পাওয়ার জন্য জাল সনদ’ ইস্যু করার চক্রান্ত করেছিল। তাদের বিরুদ্ধে ‘সরকারি ব্যবস্থায় মিথ্যা তথ্য সন্নিবেশের’ অভিযোগ আনা হয়েছে।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়