ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৭, আহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩১, ৩১ মার্চ ২০২৪   আপডেট: ১৫:৩২, ৩১ মার্চ ২০২৪
সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৭, আহত ৩০

সিরিয়ার আজাজ শহরের একটি ব্যস্ত বাজারে গাড়ি বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছে। আহত কমপক্ষে ত্রিশজন। শনিবার (৩০ মার্চ) বিদ্রোহী নিয়ন্ত্রিত শহরটিতে গাড়ি বোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

 

স্থানীয় বাসিন্দা এবং উদ্ধারকর্মীরা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, মুসলমানদের পবিত্র রমজান মাসে রাতের বেলা কেনাকাটা করতে আসা মানুষের ভিড় যখন সর্বোচ্চ ছিল ঠিক সেই সময়ে গাড়ি বোমাটি বিস্ফোরিত হয়।

বেসামরিক প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, অন্তত ত্রিশ জন আহত হয়েছে। এদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা গুরুতর। তাদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

এখনো কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে হামলার জন্য কুর্দি নেতৃত্বাধীন ওয়াইপিজিকে সন্দেহ করা হচ্ছে।

আরব জনগোষ্ঠী অধ্যুষিত শহরটি তুরস্ক সমর্থিত সিরীয় বিদ্রোহীদের দ্বারা নিয়ন্ত্রিত। দুই বছর আগে একটি গাড়ি বোমা বিস্ফোরণের পর থেকে শহরটি শান্তই ছিল।

যদিও সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ার উত্তর-পশ্চিম সীমান্ত এলাকার প্রধান শহরগুলোতে বেসামরিক জনবহুল এলাকায় বোমা হামলার ঘটনা বেড়ে গেছে।

সিরিয়ায় এক দশক ধরে চলা যুদ্ধে প্রায় পাঁচ লাখ মানুষের জীবনহানি ঘটেছে। এছাড়া লাখ লাখ মানুষ মানুষ বাস্তুচ্যুত হয়ে শরণার্থীশিবিরে জীবনযাপন করছে।

/ফিরোজ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়