ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

তাইওয়ানে ধ্বংসস্তূপের নিচে আটকা ১২৭ জন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৩, ৩ এপ্রিল ২০২৪   আপডেট: ২১:২৯, ৩ এপ্রিল ২০২৪
তাইওয়ানে ধ্বংসস্তূপের নিচে আটকা ১২৭ জন

তাইওয়ানের পূর্ব উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের পর উদ্ধার তৎপরতা চলছে। বুধবার সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখনও ১২৭ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে।

স্থানীয় সময় বুধবার (৩ এপ্রিল) সকাল ৮ টার দিকে দেশটিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল এটি। ভূমিকম্পের কেন্দ্র ছিল হুয়ালিয়েন শহর থেকে ১৮ কিলোমিটার দক্ষিণে। তবে ১০০ কিলোমিটারেরও বেশি দূরে রাজধানী তাইপেইতে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছিল। ভূমিকম্পে কমপক্ষে নয়জন নিহত এবং নয় শতাধিক আহত হয়েছে।

বিবিসি জানিয়েছে, দুর্গম উপকূলরেখা বরাবর ধসে পড়া টানেল ও পাহাড়ি রাস্তায় ১২৭ জন আটকা পড়ে আছেন। হুয়ালিয়েনের রাস্তার পাশে জিনওয়েন এবং কিংশুই টানেলে আটকে পড়া ৭৭ জনকে উদ্ধারের জন্য বুধবার রাত পর্যন্ত কাজ করে যাচ্ছিলেন উদ্ধারকর্মীরা।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়