ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

বাইডেনের হুমকির পর গাজায় ত্রাণ প্রবেশের পথ খোলার ঘোষণা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ৫ এপ্রিল ২০২৪  
বাইডেনের হুমকির পর গাজায় ত্রাণ প্রবেশের পথ খোলার ঘোষণা ইসরায়েলের

বাইডেনের হুমকির পর গাজায় ত্রাণ সরবরাহের জন্য নতুন রুট খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই সময় বাইডেন নেতানিয়াহুকে জানান, গাজার বেসামরিকদের রক্ষায় যথাযথ পদক্ষেপ না নিলে এবং ত্রাণ সরবরাহ ব্যবস্থা চালু করা না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের বিষয়টি পুনর্বিবেচনা করবে যুক্তরাষ্ট্র।

বাইডেনের ফোনের কয়েক ঘণ্টা পর ইসরায়েল জানায়, উত্তর গাজার ইরেজ গেট যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো অস্থায়ীভাবে পুনরায় খোলা হবে এবং অ্যাশদোদ বন্দরটিও মানবিক ত্রাণ প্রবেশের জন্য খুলে দেওয়া হবে। জর্ডান থেকে আরও সাহায্য কেরেম শালোম ক্রসিং দিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

প্রসঙ্গ, ৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। আন্তর্জাতিক সমালোচনা সত্ত্বেও গাজার বেসামরিক নাগরিকদের জন্য ত্রাণ প্রবেশ একরকম বন্ধ করে দেয় ইসরায়েল। গত সপ্তাহে সাত আন্তর্জাতিক ত্রাণ কর্মীকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়