ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফিলিস্তিনিদের জীবন ছিন্নভিন্ন হয়ে গেছে: গুতেরেস

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪১, ৫ এপ্রিল ২০২৪   আপডেট: ২১:৪৩, ৫ এপ্রিল ২০২৪
ফিলিস্তিনিদের জীবন ছিন্নভিন্ন হয়ে গেছে: গুতেরেস

জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ফিলিস্তিনিদের জন্য ‘শুধুই মৃত্যু ও ধ্বংস’ নিয়ে এসেছে।

গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার ছয় মাস পর শুক্রবার একটি বক্তৃতায় জাতিসংঘের প্রধান বলেছিলেন, ‘কোনো কিছুই ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সম্মিলিত শাস্তিকে সমর্থন করতে পারে না।’

আরো পড়ুন:

তিনি বলেন, ‘জীবন ছিন্নভিন্ন হয়ে গেছে। আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা ক্ষুণ্ন হয়েছে।’

গুতেরেস বলেন, ‘১০ দিন আগে রাফাহ ক্রসিং পরিদর্শনের সময়, আমি প্রবীণ মানবতাবাদীদের সাথে দেখা করেছি, যারা আমাকে স্পষ্টভাবে বলেছিলেন যে গাজার এমন সঙ্কট এবং দুর্ভোগ তারা কখনও দেখেননি।’

ফিলিস্তিনিদের দুর্ভোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন সাহায্যের দরজা বন্ধ করা হয়, তখন অনাহারের দরজা খুলে যায়। অর্ধেকেরও বেশি জনসংখ্যা -১০ লাখেরও বেশি মানুষ-বিপর্যয়কর ক্ষুধার মুখোমুখি। গাজার শিশুরা আজ খাদ্য ও পানির অভাবে মারা যাচ্ছে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়