ঢাকা     মঙ্গলবার   ০১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ১৬ ১৪৩১

গাজার দক্ষিণ থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৯, ৭ এপ্রিল ২০২৪   আপডেট: ২০:০১, ৭ এপ্রিল ২০২৪
গাজার দক্ষিণ থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল থেকে স্থল বাহিনী প্রত্যাহার করেছে ইসরায়েল। রোববার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

তবে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে,  এরপরও ‘উল্লেখযোগ্য বাহিনী’ অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডের অন্যত্র কাজ চালিয়ে যাবে। এই বাহিনী ‘সুনির্দিষ্ট গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করতে’ সক্ষম।

৭ অক্টোবর ইসরায়েল গাজায় হামলা চালায়। উপত্যকার দক্ষিণের অংশ ছয় মাসের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

আরো পড়ুন:

ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘৯৮তম কমান্ডো ডিভিশন খান ইউনিসে তাদের মিশন শেষ করেছে। পুনরুদ্ধার করতে এবং ভবিষ্যতের অপারেশনের জন্য প্রস্তুত করার জন্য বিভাগটি গাজা উপত্যকা ত্যাগ করেছে।’

একজন সেনা কর্মকর্তা হারেৎজ দৈনিককে বলেছেন, ‘হামাসের খান ইউনিস ব্রিগেড ভেঙে ফেলার এবং এর হাজার হাজার সদস্যকে হত্যা করার পরে সেনাদের প্রত্যাহার করা হয়েছে। আমরা সেখানে যা যা করতে পারি তা করেছি।’
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়