ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

মধ্যপ্রাচ্যের যেসব দেশে বুধবার ঈদ উদযাপন হবে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৩, ৯ এপ্রিল ২০২৪   আপডেট: ২০:৩২, ৯ এপ্রিল ২০২৪
মধ্যপ্রাচ্যের যেসব দেশে বুধবার ঈদ উদযাপন হবে

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অনেক দেশের মুসলমানরা এক মাস সিয়াম সাধনার পর বুধবার ঈদুল ফিতর পালন করতে যাচ্ছে। 

সংযুক্ত আরব আমিরাতে সোমবার শাওয়ালের চাঁদ দেখা যায়নি। এর ফলে দেশটিতে মঙ্গলবার রমজান মাস ৩০ দিনে পূর্ণ হয়েছে। সেই হিসাবে বুধবার আমিরাতে ঈদ পালিত হবে।

সৌদি আরবও একই দিনে ঈদ উৎসব শুরুর বিষয়টি নিশ্চিত করেছে।

কাতারের আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার শাওয়ালের প্রথম দিন হবে। সেই হিসাবে ওই দিনই ঈদুল ফিতর পালিত হবে। 

কুয়েত শরিয়া কর্তৃপক্ষের চেয়ারম্যান সোমবার জানিয়েছিল, মঙ্গলবার রমজানের শেষ দিন হবে এবং বুধবার ঈদুল ফিতর হবে। 

বাহরাইন ও ওমানের শরিয়াহ কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় বুধবার দেশ দুটিতে ঈদুল ফিতর পালিত হবে।

এছাড়া মিশর, ইয়েমেন, ইরাক, লেবানন, সিরিয়া এবং ফিলিস্তিনও মঙ্গলবারকে রমজানের শেষ দিন হিসাবে চিহ্নিত করেছে। এসব দেশ বুধবার ঈদুল ফিতর উদযাপন করবে।
 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়