ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

হামাসের শীর্ষনেতা ইসমাইলের ৩ ছেলে নিহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৪, ১০ এপ্রিল ২০২৪   আপডেট: ২২:২৪, ১০ এপ্রিল ২০২৪
হামাসের শীর্ষনেতা ইসমাইলের ৩ ছেলে নিহত

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়াহের তিন ছেলে নিহত হয়েছে। বুধবার হামাস এবং হানিয়াহের পরিবার এ তথ্য জানিয়েছে।

হামাস জানিয়েছে, গাজার আল-শাতি ক্যাম্পে বোমা বিস্ফোরণের আগে গাড়ি চালাচ্ছিলেন ইসমাইল হানিয়াহের তিন ছেলে - হাজেম, আমির ও মোহাম্মদ। তারা তিনজনই বিস্ফোরণে নিহত হয়েছেন। হামলায় হানিয়াহের দুই নাতিও নিহত হয়েছে এবং তৃতীয় একজন আহত হয়েছে।

এ ঘটনার পর হানিয়েহ আল জাজিরা টিভিকে বলেছেন, ‘আমাদের দাবিগুলো স্পষ্ট ও সুনির্দিষ্ট এবং আমরা সেগুলোতে ছাড় দেব না। শত্রু যদি মনে করে যে  আলোচনার চূড়ান্ত পর্যায়ে আমার ছেলেদের টার্গেট করা হামাসকে তার অবস্থান পরিবর্তন করতে চাপ দেবে তবে তা ভুল।’

আরো পড়ুন:

উপসাগরীয় আরব রাষ্ট্র কাতারে অবস্থানরত হানিয়েহ বলেছেন, ‘আমার ছেলেদের রক্ত আমাদের জনগণের রক্তের চেয়ে বেশি প্রিয় নয়।’

এর আগে নভেম্বরে ইসরায়েলি বিমান হামলায় গাজায় হানিয়েহর বাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল।

হানিয়াহের বড় ছেলে ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন যে তার তিন ভাই নিহত হয়েছেন। 

আবদেল-সালাম হানিয়েহ লিখেছেন, ‘আল্লাহর শোকর যিনি আমার ভাই, হাজেম, আমির এবং মোহাম্মদ এবং তাদের সন্তানদের শহীদ হওয়ার মাধ্যমে আমাদের সম্মানিত করেছেন।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়