ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

এখন যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার সময়: উন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৭, ১১ এপ্রিল ২০২৪   আপডেট: ২০:৩৭, ১১ এপ্রিল ২০২৪
এখন যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার সময়: উন

উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন বলেছেন, তার দেশের চারপাশে অস্থিতিশীল ভূ-রাজনৈতিক পরিস্থিতির অর্থ হচ্ছে, এখন যুদ্ধের জন্য আগের চেয়ে আরও বেশি প্রস্তুত হওয়ার সময়। দেশের প্রধান সামরিক বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেছেন বলে বৃহস্পতিবার বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে।

কিম বুধবার কিম জং ইল ইউনিভার্সিটি অফ মিলিটারি অ্যান্ড পলিটিক্স পরিদর্শন করেন। ২০১১ সালে উনের বাবার নামের এই বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয়।

উত্তর কোরিয়া সাম্প্রতিক বছরগুলোতে অস্ত্রের উৎপাদন ও উন্নয়ন বাড়িয়েছে এবং রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সামরিক ও রাজনৈতিক সম্পর্ক তৈরি করেছে। ধারণা করা হচ্ছে, কৌশলগত সামরিক প্রকল্পগুলোতে সাহায্যের বিনিময়ে ইউক্রেনের সাথে যুদ্ধে মস্কোকে সহায়তা করেছে উত্তর কোরিয়া।

আরো পড়ুন:

উন বলেছেন, ‘জটিল আন্তর্জাতিক পরিস্থিতির রূপরেখা ... এবং ডিপিআরকে (উত্তর কোরিয়ার সরকারি  নাম) এর চারপাশে অনিশ্চিত, অস্থিতিশীল সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি এখন আগের চেয়ে আরও পুঙ্খানুপুঙ্খভাবে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার সময়ের কথা বলছে।’

তিনি জানান, শত্রু উত্তর কোরিয়ার ওপর হামলার কথা ভাবলে কোনো ধরণের ইতস্তত ছাড়াই পিয়ংইয়ং প্রাণঘাতি হামলা চালাবে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়