ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেশ ছেড়ে পালাচ্ছে মিয়ানমারের নাগরিকরা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৯, ১২ এপ্রিল ২০২৪   আপডেট: ২১:১১, ১২ এপ্রিল ২০২৪
দেশ ছেড়ে পালাচ্ছে মিয়ানমারের নাগরিকরা

বিদ্রোহীদের হাতে কৌশলগত সীমান্ত শহর পতনের পর শুক্রবার শত শত শরণার্থী মিয়ানমার থেকে পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে। শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বিদ্রোহী বাহিনীর সঙ্গে কয়েকদিন ধরে চলা লড়াইয়ের পর প্রতিবেশী থাইল্যান্ডের সীমান্তবর্তী এক শহরকে সংযুক্ত করা সেতুর নিয়ন্ত্রণ বৃহস্পতিবার হারিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী। সীমান্তবর্তী মায়াবতী শহরের ওই সেতু থেকে জান্তা বাহিনীর প্রায় ২০০ সেনা পালিয়ে গেছে।

আরো পড়ুন:

স্থানীরা জানিয়েছেন, থাই শহর মায়ে সোটের পাশ দিয়ে বয়ে যাওয়া মোই নদীর অপর প্রান্তের শহর মিয়ানমারের মায়বতী মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা চালাতে পারে।

থাইল্যান্ডে পালিয়ে আসা মো মোয়ে থেট সান নামে এক নারী বলেন, ‘তাই আমি এখানে পালিয়ে এসেছি। তারা থাইল্যান্ডে বোমা ফেলতে পারে না।’

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার জানিয়েছেন, তার সরকার শরণার্থীদের আগমনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তিনি মিয়ানমারের জান্তাকে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রী বহিদ্ধা-নুকারা বলেছেন, ‘তারা আমাদের প্রতিবেশী দেশ এবং আমরা সহিংসতা দেখতে চাই না। আমরা তাদের প্রত্যেকের সাথে কথা বলতে চাই। তারা চাইলে আমাদের মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করতে পারে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়