ঢাকা     সোমবার   ২৮ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৫ ১৪৩২

পাকিস্তানে বাস থেকে নামিয়ে ৯ জনকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৮, ১৩ এপ্রিল ২০২৪   আপডেট: ১৭:১১, ১৩ এপ্রিল ২০২৪
পাকিস্তানে বাস থেকে নামিয়ে ৯ জনকে গুলি করে হত্যা

পাকিস্তানের বেলুচিস্তানে বাস থেকে নামিয়ে ৯ জনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার সকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ডন অনলাইন।

ধারণা করা হচ্ছে, বেলুচিস্তানের সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এ ঘটনা ঘটিয়েছে।

ডেপুটি কমিশনার হাবিবুল্লাহ মুসাখেল ডন ডটকমকে বলেন, ‘১০-১২ জন বন্দুকধারী নোশকির কাছে সুলতান চরহাইয়ের কাছাকাছি কোয়েটা-তাফতান মহাসড়ক অবরোধ করে এবং একটি বাস থেকে ৯ যাত্রীকে অপহরণ করে।’

আরো পড়ুন:

তিনি জানান, বন্দুকধারীরা তাফতানগামী বাস থেকে যাত্রীদের পরিচয়পত্র পরীক্ষা করে এবং তাদের অপহরণ করে। পরে তাদের গুলি করে হত্যা করা হয়।

মুসাখেল বলেন, অপহৃত যাত্রীদের মৃতদেহ দেড় ঘণ্টা পর কাছের একটি সেতুর নিচে পাওয়া যায়। তাদের জিনিসপত্র নেওয়া হয়েছে কিনা তা স্পষ্ট নয়।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ