ইরানের আটক করা ইসরায়েলি জাহাজে ১৭ ভারতীয় নাবিক
ইরানের আটক করা ইসরায়েলি জাহাজে ১৭ জন ভারতীয় নাবিক রয়েছেন। শনিবার সূত্রের বরাত দিয়ে এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।
শনিবার হরমুজ় প্রণালীতে তল্লাশি অভিযান চালিয়ে একটি ইসরায়েলি জাহাজ আটক করে ইরানের বিপ্লবী বাহিনী। ‘এমএসসি অ্যারিস’ নামের জাহাজটি লন্ডনভিত্তিক জোডিয়াক গ্রুপের। জোডিয়াক গ্রুপ ইসরায়েলি ধনকুবের ইয়াল অফারের মালিকাধীন। শুক্রবার দুবাই থেকে জাহাজটি ভারতের মুম্বাইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল।
একটি সূত্র এনডিটিভিকে বলেছে, ‘আমরা জানতে পেরেছি ইরান পণ্যবাহী জাহাজ এমএসসি অ্যারিস-এর নিয়ন্ত্রণ নিয়েছে। আমরা জানতে পেরেছি যে জাহাজটিতে ১৭ জন ভারতীয় নাগরিক রয়েছে। ভারতীয় নাগরিকদের দ্রুত মুক্তি নিশ্চিত করতে আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তেহরান ও দিল্লিতে ইরানি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি।’
জাহাজের অপারেটর এমএসসি বলেছে, ‘জাহাজে ২৫ জন ক্রু রয়েছে এবং তাদের সুস্থতা নিশ্চিত ও জাহাজের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি।’
ঢাকা/শাহেদ