ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতে সেতু থেকে বাস পড়লো খাদে, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৯, ১৬ এপ্রিল ২০২৪  
ভারতে সেতু থেকে বাস পড়লো খাদে, নিহত ৫

ছবি: এনডিটিভি

ভারতের উড়িষ্যায় কলকাতাগামী একটি বাস সেতু থেকে খাদে পড়ে নারীসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন।

সোমবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে উড়িষ্যার জাজপুর জেলার বারাবতী সেতুতে (জাতীয় সড়ক-১৬) ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

দেশটির পুলিশ জানায়, উড়িষ্যার পুরী থেকে ৫০ জন যাত্রী নিয়ে কলকাতা যাচ্ছিল বাসটি। বাস জাজপুরের বারাবাতী সেতুতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে সেখানকার স্থানীয়রা ছুটে আসে। লোকাল থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ ‍শুরু করে। এ দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত পাঁচজন ও আহত প্রায় ৪০ জন। নিহতদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী রয়েছেন। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক সড়ক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এ ঘটনায় প্রত্যেক নিহতের পরিবারকে ৩ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

সূত্র: এনডিটিভি

/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়