ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

তুরস্কে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৮, ১৮ এপ্রিল ২০২৪  
তুরস্কে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

তুরস্কের টোকাত প্রদেশে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এএফএডি এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১১ মিনিটে ভূমিকম্প আঘাত হানেহয়েছিল। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সুলুসারায় জেলা। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৫ দশমিক ৯৯ কিলোমিটার।

এর আশেপাশের প্রদেশগুলোতেও অনুভূত হয়েছিল, যার মধ্যে রয়েছে স্যামসন, ক্যানকিরি, কোরাম, ইয়োজগাট ও সিভাস।

আরো পড়ুন:

ভূমিকম্পের ক্ষয়ক্ষতি জানতে দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়