ঢাকা     মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ৩০ ১৪৩১

বিশ্ববাজারে তেল ও সোনার দাম বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ১৯ এপ্রিল ২০২৪  
বিশ্ববাজারে তেল ও সোনার দাম বেড়েছে

ইরানে ইসরায়েলের হামলার পর তেল ও সোনার দাম বেড়েছে। শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক বেঞ্চমার্কে অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৮ শতাংম বেড়ে ব্যারেল প্রতি ৮৮ ডলার হয়েছে। সোনার দাম কিছুটা বেড়ে আউন্স প্রতি ২ হাজার ৪০০ ডলার হয়েছে।

বিনিয়োগকারীরা গত শনিবার ইরানের সরাসরি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ইসরায়েলের প্রতিক্রিয়া ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। ব্যবসায়ীদের উদ্বেগ রয়েছে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাত তেল সরবরাহ ব্যাহত করতে পারে।

আরো পড়ুন:

দীর্ঘমেয়াদে তেলের দাম বৃদ্ধি মূল্যস্ফীতিকে বাড়িয়ে দেয়। বিশ্বের প্রত্যেকটি দেশ এই পণ্যটির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। গত কয়েক বছরে বিশ্বব্যাপী জীবনযাত্রার উচ্চ ব্যয়ের পিছনে জ্বালানি ও বিদ্যুতের দাম একটি প্রধান চালক ছিল।

এম অ্যান্ড জি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের ফান্ড ম্যানেজার রণদীপ সোমেল বিবিসিকে বলেছেন, ‘বাজারের জন্য উদ্বেগ প্রধানত মুদ্রাস্ফীতি।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়