ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

‘অতি বৃহৎ ওয়ারহেড’ এর পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ২০ এপ্রিল ২০২৪  
‘অতি বৃহৎ ওয়ারহেড’ এর পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া একটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের জন্য পরিকল্পিত ‘অতি বৃহৎ ওয়ারহেড’ পরীক্ষা করেছে। একইসঙ্গে দেশটি নতুন ধরনের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। শনিবার উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে।

কেসিএনএ এক প্রতিবেদনে বলেছে, ‘ডিপিআরকে (উত্তর কোরিয়ার সরকারি নাম) ক্ষেপণাস্ত্র প্রশাসন ‘হাওয়াসার-১ আরএ-৩’ কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের জন্য ডিজাইন করা একটি অতি বৃহৎ ওয়ারহেডের শক্তি পরীক্ষা করেছে।’

উত্তর কোরিয়া শুক্রবার বিকেলে ‘পিওলজি-১-২’ এর পরীক্ষামূলক উৎক্ষেপণও করেছে, যা ‘নতুন ধরণের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র।’

আরো পড়ুন:

কেসিএনএ আরও বিশদ বিবরণ না দিয়ে পরীক্ষার মাধ্যমে ‘একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জিত হয়েছে’ বলে জানিয়েছে।

এর আগে এপ্রিলের শুরুতে উত্তর কোরিয়া জানিয়েছিল, তারা একটি নতুন মাঝারি থেকে দীর্ঘ পাল্লার কঠিন-জ্বালানি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়