ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

অবশেষে ইউক্রেনকে আর্থিক সহায়তার বিলে ভোট হচ্ছে মার্কিন প্রতিনিধি পরিষদে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৮, ২০ এপ্রিল ২০২৪   আপডেট: ২২:৩৯, ২০ এপ্রিল ২০২৪
অবশেষে ইউক্রেনকে আর্থিক সহায়তার বিলে ভোট হচ্ছে মার্কিন প্রতিনিধি পরিষদে

অবশেষে শনিবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ বিদেশি সহায়তা বিলে ভোট দিতে যাচ্ছে। রিপাবলিকানদের নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদে এই ভোটের মাধ্যমে এক মাসব্যাপী অচলাবস্থার অবসান ঘটাতে পারে।

এই বিলে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনে নতুন আর্থিক সহায়তার কথা বলা হয়েছে। তবে রিপাবলিকানরা ইউক্রেনকে নতুন আর্থিক সহায়তা দিতে অস্বীকৃতি জানিয়েছে। 

চারটি বিলে ইসরায়েলের জন্য প্রায় ২৬ বিলিয়ন ডলার, ইউক্রেনের জন্য ৬১বিলিয়ন, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের জন্য আট বিলিয়ন এবং বেসামরিকদের জন্য ৯ বিলিয়ন ডলারের মানবিক সহায়তার কথা বলা হয়েছে। এই বিলগুলোর ওপর হাউসের সদস্যরা পৃথক ভোট দেবেন। 

বিলটি পাস হলে ইউক্রেন একটি গুরুত্বপূর্ণ আর্থিক জীবনকাল পাবে। কারণ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গোলাবারুদ এবং বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের সরবরাহ হ্রাসের কারণে দেশটির সামরিক বাহিনী সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়