ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ইরান নিজের শক্তি দেখিয়েছে: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৬, ২১ এপ্রিল ২০২৪   আপডেট: ২২:১৩, ২১ এপ্রিল ২০২৪
ইরান নিজের শক্তি দেখিয়েছে: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি ইসরায়েলের উপর আক্রমণের জন্য তার দেশের সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, লক্ষ্যবস্তুতে আঘাত করা হোক না কেন তেহরান তার শক্তি প্রদর্শন করেছে। রোববার ইরানের সরকারি বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।

পহেলা এপ্রিল সিরিয়ায় ইরান দূতাবাসের আঙ্গিনায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করে দেশটির ওপর ১৩ এপ্রিল তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। তবে এর অধিকাংশই ইসরায়েল ভূপাতিত করে। এসব হামলায় ইসরায়েলের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

রোববার খামেনি বলেছেন, ‘কতটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছিল এবং কতগুলো তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করেছিল তা প্রাথমিক প্রশ্ন নয়, সত্যিই গুরুত্বপূর্ণ যে, ইরান সেই অভিযানের সময় তার শক্তি প্রদর্শন করেছিল।’

আরো পড়ুন:

তিনি বলেন, ‘সাম্প্রতিক অভিযানে সশস্ত্র বাহিনী খরচ কমাতে এবং সর্বাধিক লাভ করতে সক্ষম হয়েছে।’

তিনি সামরিক কর্মকর্তাদের ‘নিরবিচ্ছিন্নভাবে সামরিক উদ্ভাবন চালিয়ে যেতে এবং শত্রুর কৌশল শিখতে’ আহ্বান জানিয়েছেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়