ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চীনে বন্যা: সরিয়ে নেওয়া হয়েছে এক লাখ মানুষকে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৪, ২৩ এপ্রিল ২০২৪  
চীনে বন্যা: সরিয়ে নেওয়া হয়েছে এক লাখ মানুষকে

দক্ষিণ চীনে ভারী বৃষ্টি ও ভয়াবহ বন্যার কারণে এক লাখেরও বেশি লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সরকার মঙ্গলবার ক্ষতিগ্রস্ত এলাকায় সর্বোচ্চ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।

সম্প্রতি গুয়াংডং প্রদেশে প্রবল বৃষ্টিপাত হয়েছে। এর ফলে প্রদেশের নদীগুলোতে পানি বিপদসীমা অতিক্রম করেছে এবং মারাত্মক বন্যার আশঙ্কা তৈরি করেছে।  

আরো পড়ুন:

মঙ্গলবার প্রদেশের সবচেয়ে বড় শহর শিনঝিনের ‘ভারী থেকে খুব ভারী বর্ষণ’ হয়েছে। ঝড় দুর্বল হওয়ার পর শহরে আবহাওয়া সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। তবে কর্তৃপক্ষ বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

উত্তর গুয়াংডংয়ের কিংইয়ুয়ান শহরে নদীর পাশে অবস্থিত একটি পার্ক প্রায় সম্পূর্ণরূপে ডুবে গেছে। বেই নদীর উপনদীতে অবস্থিত কিংইয়ুয়ান থেকে ৪৫ হাজারেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শনিবার বৃষ্টিপাত শুরু হওয়ার পর থেকে গুয়াংডংয়ের এক লাখ ১০ হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বন্যায় এ পর্যন্ত চারজনের প্রাণহানি হয়েছে এবং ১০ জন নিখোঁজ রয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়