ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

পাকিস্তানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ৩ মে ২০২৪   আপডেট: ১৮:২০, ৩ মে ২০২৪
পাকিস্তানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে, নিহত ২০

পাকিস্তানের কারাকোরাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২১ জন। শুক্রবার সকালে গিলগিত-বালতিস্তানের দিয়ামির জেলায় এ দুর্ঘটনা ঘটে।

ডন অনলাইন জানিয়েছে, বাসটি রাওয়ালপিন্ডি থেকে গিলগিত-বালতিস্তানে যাচ্ছিল। স্থানীয় সময় সকাল সাড়ে ৫টার দিকে কারাকোরাম মহাসড়কের গুনার ফার্ম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।

দিয়ামির জেলার উদ্ধার কর্মকর্তা শওকত রিয়াজ জানান,  বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সিন্ধু নদীর তীরের কাছাকাছি পড়ে যায়। আহতদের চিলাস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরো পড়ুন:

গিলগিত-বালতিস্তান সরকারের মুখপাত্র ফয়জুল্লাহ ফারাক জানিয়েছেন, নিহতদের মধ্যে তিনজন নারীও রয়েছেন। বাসটিতে মোট ৪৩ জন যাত্রী ছিল।

নগর পুলিশের কর্মকর্তা আজমত শাহ বলেন, ‘উদ্ধার অভিযান শেষ হয়েছে। আহত ২১ জনের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়