জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল
জামিন পেয়েছেন ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার তাকে অন্তর্বর্তী জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট।
দিল্লির আবগারি নীতিকাণ্ডে ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই থেকে তিহাড়ে বন্দি ছিলেন আম আদমি পার্টি দলের প্রধান।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, ১ জুন লোকসভা ভোটের শেষ দফা পর্যন্ত জেলের বাইরে থাকবেন কেজরি। ২ জুন তাকে কারা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে।
চলতি লোকসভা নির্বাচনে তাকে প্রচার করতে দেওয়ার জন্য জামিন চেয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দিয়েছিলেন কেজরিওয়াল। মঙ্গলবার হলফনামায় তার বিরোধিতা করেছে ইডি। তাদের বক্তব্য, আইন সবার জন্য এক। নির্বাচনে প্রচার করতে পারা মৌলিক, সাংবিধানিক এমনকি আইনি কোনো অধিকারের মধ্যে পড়ে না।
কেজরির জামিনের আর্জির প্রেক্ষিতে শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খন্না এবং দীপঙ্কর দত্তের বেঞ্চ বলেছে,‘দুটি বিষয়কে সমান্তরাল করার চেষ্টা করব না। মার্চে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এটা আগে বা পরে করা হতে পারত। আর ২১ দিন পরে সেটা হলেও কিছু যায় আসে না। ২ জুন কেজরিওয়াল আত্মসমর্পণ করবেন।’
কেজরি আইনজীবী শাদান ফারাসাত জানিয়েছেন, আপ প্রধান যাতে শুক্রবারই তিহাড় জেল থেকে বার হতে পারেন, সেই চেষ্টাই করা হচ্ছে। ১ জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিনের কথা মৌখিকভাবে জানিয়েছে সুপ্রিম কোর্ট। নির্দেশ তাদের ওয়েবসাইটে আপলোড করা হয়নি। আপলো়ড হওয়ার পরেই জানা যাবে জামিনের আর কোনো শর্ত রয়েছে কি না।
ঢাকা/শাহেদ