ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিশুবিহীন বাড়ি কুকুর-বিড়াল দিয়ে পূর্ণ হয়ে ওঠে: পোপ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩০, ১০ মে ২০২৪   আপডেট: ২৩:০০, ১০ মে ২০২৪
শিশুবিহীন বাড়ি কুকুর-বিড়াল দিয়ে পূর্ণ হয়ে ওঠে: পোপ

ইতালি ও ইউরোপের জনসংখ্যাগত সংকট মোকাবেলায় পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। শুক্রবার একটি সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

ইউরোপজুড়ে গত এক দশক ধরে নারী প্রতি শিশু জন্মহার ১ দশমিক ৫ এর মধ্যে স্থবির হয়ে পড়েছে। অথচ এই হার ২ দশমিক ১ হওয়ার কথা।

পোপ ফ্রান্সিস বলেছেন, বিশ্বের সমস্যার মূল কারণ ‘শিশু জন্মানো নয়; বরং স্বার্থপরতা, ভোগবাদিতা ও ব্যক্তিবাদ, যা মানুষকে পরিতৃপ্ত, একাকী এবং অসুখী করে তোলে।’

তিনি বলেন, ‘স্বার্থপরতা একজনকে সেই ঈশ্বরের কণ্ঠের কাছে বধির করে তোলে, যিনি প্রথমে ভালোবাসেন ও শেখান কীভাবে ভালোবাসতে হয়, আমাদের চারপাশের ভাই ও বোনদের কণ্ঠস্বরের কাছে এটি হৃদয়কে অসাড় করে দেয়, মানুষকে জিনিস ও সম্পত্তির জন্য বাঁচতে বাধ্য করে, কিভাবে ভালো করতে হয় মানুষ সেই ক্ষমতা হারিয়ে ফেলে।’

তিনি বলেন, শিশুবিহীন ‘বাড়িগুলো খুব দুঃখের জায়গা’ হয়ে ওঠে এবং কুকুর বা বিড়ালের মতো বস্তুতে পূর্ণ হয়ে ওঠে।

শিশুদের জন্মহার বৃদ্ধির জন্য পোপ দীর্ঘমেয়াদী পন্থা, কার্যকর নীতি এবং সাহসী ও দৃঢ় সিদ্ধান্তের প্রয়োজন।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়