ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

জাতিসংঘে পূর্ণ সদস্য হওয়ার যোগ্যতার স্বীকৃতি পেলো ফিলিস্তিন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩১, ১০ মে ২০২৪   আপডেট: ২২:৩২, ১০ মে ২০২৪
জাতিসংঘে পূর্ণ সদস্য হওয়ার যোগ্যতার স্বীকৃতি পেলো ফিলিস্তিন

জাতিসংঘে ফিলিস্তিনের অধিকার সম্প্রসারণের প্রস্তাবটি শুক্রবার ব্যাপক ভোটে পাস হয়েছে। এর মাধ্যমে জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনকে পূর্ণ সদস্য হওয়ার যোগ্য বলে স্বীকৃতি দিলো। প্রস্তাবে একইসঙ্গে ফিলিস্তিনকে পূর্ণ সদস্য করার বিষয়টি নিরাপত্তা পরিষদকে ‘অনুকূলভাবে পুনর্বিবেচনা করার জন্য’ সুপারিশ করেছে।

প্রস্তাবের পক্ষে ১৪৩টি দেশ পক্ষে ভোট দিয়েছে, নয়টি বিপক্ষে ভোট দিয়েছে এবং ২৫টি দেশ ভোটদানে বিরত ছিল।

গত এপ্রিলে জাতিসংঘে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ পাওয়ার পথ আটকে দিয়েছিল যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত প্রস্তাবের ওপর ভোটাভুটিতে ভেটো দেয় ওয়াশিংটন। অথচ খসড়া প্রস্তাবটিতে ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে ১৯৩ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদ সুপারিশ করেছিল।

আরো পড়ুন:

শুক্রবার ভোটের আগে জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেছেন, ‘আমরা শান্তি চাই, স্বাধীনতা চাই। হ্যাঁ ভোট ফিলিস্তিনের অস্তিত্বের পক্ষে একটি ভোট, এটি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে নয়।... এটি শান্তিতে বিনিয়োগ।’

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপ-রাষ্ট্রদূত রবার্ট উড ভোটের পরে সাধারণ পরিষদে বলেছেন, ‘আমাদের ভোট ফিলিস্তিনি রাষ্ট্রের বিরোধিতাকে প্রতিফলিত করে না; আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে, আমরা একে সমর্থন করি এবং একে অর্থপূর্ণভাবে এগিয়ে নিতে চাই। তা সত্ত্বেও এটি একটি স্বীকৃতি যে রাষ্ট্রত্ব শুধুমাত্র এমন একটি প্রক্রিয়া থেকে আসবে যাতে পক্ষগুলোর মধ্যে সরাসরি আলোচনা থাকবে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়