ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজায় বোলতার কামড়ে আহত ১২ ইসরায়েলি সেনা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ১২ মে ২০২৪   আপডেট: ১৫:১৮, ১২ মে ২০২৪
গাজায় বোলতার কামড়ে আহত ১২ ইসরায়েলি সেনা

ফিলিস্তিনের দক্ষিণ গাজায় বোলতার কামড় খেয়ে ১২ ইসরায়েলি সেনা আহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়, আইডিএফের দক্ষিণ গাজা ব্রিগেড গত শুক্রবার (১০ মে) নিরিম সীমান্তের কাছে অভিযান চালানোর সময় তাদের একটি ট্যাংক অসাবধানতাবশত বোলতার আবাসস্থলে আঘাত হানে। এরপর একঝাঁক বোলতা সেনাদের হুল ফোটানো শুরু করে। 

তেল আবিবের শেবা মেডিকেল সেন্টার বলেছে, তাদের কাছে ১০ ইসরায়েলি সেনা ভর্তি হয়। এদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। বাকিদের অবস্থা আশঙ্কামুক্ত। 

হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, কিছু সেনাকে শত শত বোলতা কামড় দিয়েছে এবং তারা অ্যালার্জির প্রতিক্রিয়ায় ভুগছিলেন। চিকিৎসকরা এর আগে এমন ব্যাপক ঘটনার মুখোমুখি হননি বলে জানিয়েছেন।

নিবিড় পরিচর্যা, অ্যানেস্থেসিয়া, বিষ বিষয়ক বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ ও অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎকরা আহত সেনাদের চিকিৎসার সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে শেবা মেডিকেল সেন্টার। 

/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়