ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

গাজায় নিহতের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৭, ১২ মে ২০২৪   আপডেট: ২১:১৮, ১২ মে ২০২৪
গাজায় নিহতের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়েছে

গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের ফলে নিহত মানুষের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়েছে। রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ৬৩ জন নিহত হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৩৫ হাজার ৩৪-এ পৌঁছেছে। নিহতের অধিকাংশই বেসামরিক নাগরিক। আবার এদের বড় একটি অংশ নারী ও শিশু।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, একই সময় আরও ১১৪ জন আহত হয়েছেন। এতে ৭ অক্টোবর থেকে মোট আহতের সংখ্যা ৭৮ হাজার ৭৫৫তে পৌঁছেছে।

আরো পড়ুন:

গত সপ্তাহে ইসরায়েল রাফাহতে স্থল অভিযান শুরু করেছে। ইসরায়েলের হামলার হাত থেকে বাঁচতে ইতিমধ্যে প্রায় তিন লাখ মানুষ রাফাহ ছেড়ে পালিয়েছে। হামলা তীব্র হওয়ায় প্রতিদিনই নিহত ও আহত ফিলিস্তিনিদের সংখ্যা বাড়ছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়