ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির পক্ষে যুক্তরাজ্য
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, তিনি দক্ষিণ গাজার রাফাহ শহরে ইসরায়েলের পূর্ণ মাত্রার আক্রমণের পরিকল্পনাকে সমর্থন করেন না। তবে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার ধারণার তিনি বিরোধিতা করেন। রোববার তিনি বিবিসিকে এ কথা বলেছেন।
ক্যামেরন বলেছেন, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করা ‘হামাসকে শক্তিশালী করবে এবং এটি একটি জিম্মি চুক্তির সম্ভাবনাকে কমাবে।’
এপ্রিলে গাজায় একটি ত্রাণবাহী গাড়িতে ইসরায়েলি হামলার সময় তিন ব্রিটিশ নাগরিক নিহত হয়। ওই ঘটনায় ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার জন্য চাপের মুখে পড়ে ব্রিটিশ সরকার।
ক্যামেরন জানান, তিনি গাজায় মানবিক সহায়তা পাওয়ার বিষয়ে ‘প্রতিদিন চাপ প্রয়োগের বিষয়ে’ মনোনিবেশ করছেন।’
তিনি বলেন, ‘আমরা যা করতে পারি তা হচ্ছে ব্রিটিশ চাপ জোরদার করা এবং এর ফলশ্রুতিতে জিম্মি ব্রিটিশ নাগরিকদের মুক্তিসহ মানুষের জীবনের জন্য সহায়ক পরিবেশ তৈরি হতে পারে।’
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অবশ্য ক্যামেরনের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। ইসরায়েলের রাফাহ আক্রমণের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বেশ কিছু অস্ত্র সরবরাহ স্থগিত করেছে। প্রেসিডেন্ট বাইডেন হুমকি দিয়ে বলেছেন, রাফাহতে পূর্ণমাত্রায় হামলা হলে তিনি ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করে দিবেন।
ঢাকা/শাহেদ