ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পানির নিচে তলিয়ে যেতে পারে ব্যাংকক

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৪, ১৫ মে ২০২৪   আপডেট: ২২:৩৫, ১৫ মে ২০২৪
পানির নিচে তলিয়ে যেতে পারে ব্যাংকক

চলতি শতাব্দির শেষ নাগাদ পানির নিচে তলিয়ে যেতে পারে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। দেশটির জলবায়ু পরিবর্তন অফিসের একজন সিনিয়র কর্মকর্তা বুধবার এই আশঙ্কার কথা জানিয়েছেন।

ওই কর্মকর্তা জানান, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে থাইল্যান্ডকে রাজধানী ব্যাংকক স্থানান্তর করার বিষয়টি বিবেচনা করতে হতে পারে।

সরকারের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিভাগের উপ-মহাপরিচালক পাভিচ কেসাভাওং সতর্ক করে দিয়ে জানান, বিশ্ব এখন উষ্ণায়নের যে পথে রয়েছে তার সঙ্গে ব্যাংকক খাপ খাইয়ে নিতে সক্ষম হবে না।

প্রাক-শিল্প স্তর থেকে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি মনে করি আমরা ইতিমধ্যে ১ দশমিক ৫(ডিগ্রি সেলসিয়াসের ওপরে আছি। এখন আমাদের ফিরে আসতে হবে এবং অভিযোজন সম্পর্কে ভাবতে হবে। যদি আমরা আমাদের (বর্তমান) পরিস্থিতিতে থাকি, তাহলে কল্পনা করা যায়, ব্যাংকক পানির নিচে থাকবে।’

পাভিচ জানান, সরকার রাজধানী স্থানান্তরের বিষয়টি চিন্তাভাবনা করছে। তবে বিষয়টি ‘অনেক বেশি জটিল।’

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়