ঢাকা     সোমবার   ২৮ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৫ ১৪৩২

৪ দিন পর মাটির নিচ থেকে বৃদ্ধকে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০০, ১৭ মে ২০২৪  
৪ দিন পর মাটির নিচ থেকে বৃদ্ধকে জীবিত উদ্ধার

চারদিন পর ৬২ বছরের এক বৃদ্ধকে মাটির নিচ থেকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার পূর্ব ইউরোপের দেশ মলদোভায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম নিড টু নো।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সোমবার উত্তর-পশ্চিম মলদোভার উসতিয়া গ্রামের একটি বাড়ি থেকে ৭৪ বছর বয়সী এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। লাশের গায়ে উপর্যুপুরি আঘাতের চিহ্ন পাওয়া যায়।

মঙ্গলবার গ্রামের একটি বাড়ি থেকে মাতাল অবস্থায় ১৮ বছরের এক তরুণকে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় ওই তরুণ বিভ্রান্তিকর ও অসংলগ্ন তথ্য জানায়। পুলিশ যখন প্রমাণের জন্য তার বাড়িতে তল্লাশি চালায়, তখন তারা সাহায্যের জন্য চিৎকার শুনতে পান। শব্দের উৎসের দিকে গেলে পুলিশ বুঝতে পারে এটা ভূগর্ভ থেকে আসছে। তারা খনন শুরু করে এবং একটি অস্থায়ী বেসমেন্টের প্রবেশদ্বার খুঁজে পায়। পরে সেখান থেকে বৃদ্ধকে উদ্ধার করা হয়। 

ওই ব্যক্তি পুলিশকে জানান, শনিবার (১১ মে) রাতে তিনি এবং ওই তরুণ একসঙ্গে মদ্যপান করছিলেন। একপর্যায়ে তাদের ঝগড়া হয়।
ওই তরুণ তখন তাকে আহত করে বেসমেন্টে তালাবদ্ধ করে রাখে। যাওয়ার সময় সে মাটি দিয়ে প্রবেশদ্বার ঢেকে দিয়ে যায়।

কর্মকর্তাদের ধারণা, ওই তরুণ রোববার রাতে বা সোমবার ভোরে বৃদ্ধাকে হত্যা করেছে।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়