ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

গাজায় দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাস

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২০, ১৮ মে ২০২৪   আপডেট: ১৪:২৭, ১৮ মে ২০২৪
গাজায় দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাস

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘদিনের যুদ্ধের জন্য প্রস্তুত বলে জানিয়েছে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস।গতকাল শুক্রবার এক ভিডিও বার্তায় এ তথ্য জানান হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা। খবর আল জাজিরার।

ভিডিও বার্তায় হামাসের সামরিক মুখপাত্র বলেন, ‘ইসরায়েলের আগ্রাসন যতই দীর্ঘস্থায়ী এবং এর রূপ যা-ই হোক না কেন, ফিলিস্তিনিরা রাফাহ এবং গাজার অন্যান্য স্থানে স্থল আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’

আবু ওবাইদা বলেন, ‘আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করার সম্পূর্ণ আকাঙ্ক্ষা নিয়ে আমরা শত্রুর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত। আমরা তাদের একটি জলাভূমিতে টেনে নিয়ে যাচ্ছি যেখানে তারা তাদের সৈন্যদের মৃত্যু এবং তাদের কর্মকর্তাদের বন্দী অবস্থায় ছাড়া আর কিছুই পাবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা মহান শক্তি এই এ জন্য আমরা লড়াই করছি না। আমাদের এই লড়াই এর কারণ আমরা এই জমির মানুষ এবং আসল মালিক।‘

তিনি জানান, তাদের যোদ্ধারা গত ১০ দিন ধরে গাজা উপত্যকাজুড়ে লড়াইয়ে ১০০ ইসরায়েলি সামরিক যানকে টার্গেট করেছে। ইসরায়েলি সেনাবাহিনী গাজায় তাদের ক্ষয়ক্ষতির বিষয়গুলো প্রকাশ করছে না।

দীর্ঘ দখলদারত্ব আর পশ্চিম তীরে নিরীহ ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রতিবাদে গেল বছরের ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন সামরিক অভিযান চালায় ফিলিস্তিনের গাজার শাসক গোষ্ঠী হামাস। ওই হামলায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি নিহত হন। এ ঘটনার প্রতিশোধ নিতে ওই দিন থেকেই গাজায় নির্বিচার বিমান হামলা ও পরবর্তীতে স্থল হামলা শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। 

আট মাসেরও বেশি সময় ধরে চলা আগ্রাসনে এ পর্যন্ত ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত ৭৯ হাজার ছাড়িয়েছে। এ গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন দেশ ও সংস্থা।

/ফিরোজ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়