ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে হামলা বাড়াতে পারে রাশিয়া: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪২, ১৮ মে ২০২৪   আপডেট: ২০:৫০, ১৮ মে ২০২৪
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে হামলা বাড়াতে পারে রাশিয়া: জেলেনস্কি

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে হামলা বাড়াতে পারে রাশিয়া। শনিবার বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

সম্প্রতি খারকিভে রুশ সেনারা ইউক্রেনের বিরুদ্ধে বেশ অগ্রগতি অর্জন করেছে। ইউক্রেন খারকিভের কিছু অঞ্চল থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। 

আরো পড়ুন:

জেলেনস্কি স্বীকার করেছেন যে সামরিক কর্মী ও মনোবল নিয়ে সমস্যা রয়েছে। খারকিভে বেশ কয়েকটি বিদ্যমান ব্রিগেড খালি ছিল।

তিনি জানান, তার দেশের যুদ্ধবিমানের অভাব ছিল। তিনি মিত্রদের আরও বিমান প্রতিরক্ষা এবং যুদ্ধবিমান পাঠানোর জন্য নতুন করে আহ্বান জানিয়েছেন।

ইউক্রেনের বিমান সক্ষমতা সম্পর্কে জেলেনস্কি বলেন, ‘আজ আমাদের ইউক্রেনকে রক্ষা করার জন্য যা প্রয়োজন তার প্রায় ২৫ শতাংশ আছে। রাশিয়ার যাতে বিমানের শ্রেষ্ঠত্ব না থাকে, সেজন্য আমাদের বহরে ১২০ থেকে ১৩০টি আধুনিক বিমান থাকা উচিত।’

ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, এই মুহূর্তে যুদ্ধক্ষেত্রে আরও সেনার প্রয়োজন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়