ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিঙ্গাপুরে ফের করোনার থাবা, আক্রান্ত ২৬ হাজার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩২, ১৯ মে ২০২৪   আপডেট: ১৫:৫৬, ১৯ মে ২০২৪
সিঙ্গাপুরে ফের করোনার থাবা, আক্রান্ত ২৬ হাজার

সিঙ্গাপুরে করোনাভাইরাস আবারও চোখ রাঙানি শুরু করেছে। যার জেরে ৫ থেকে ১১ মে সময়ের মধ্যে কোভিড-১৯ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৯০০ জনে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার (১৮ মে) রাতে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর দ্য স্টারের। 

বিবৃতিতে বলা হয়, সিঙ্গাপুর সরকার করোনার নতুন ঢেউ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

স্বাস্থ্যমন্ত্রী ওং ইয়ে কুং আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ২ থেকে ৪ সপ্তাহের মধ্যে সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা সংক্রমণের শুরুর অংশে আছি, যেখানে এটি ক্রমাগতভাবে বাড়ছে। এভাবে চলতে থাকলে আর ২ থেকে ৪ সপ্তাহের মধ্যেই এটা শীর্ষে পৌঁছবে। অর্থাৎ জুনের মাঝামাঝি থেকে শেষদিকে।’ 

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় এক্স পোস্টে জানিয়েছে, এর আগের সপ্তাহে করোনায় সংক্রমিত হয়েছিলেন ১৩ হাজার ৭০০ জন। এক সপ্তাহের ব্যবধানে তা বেড়ে ২৫ হাজার ৯০০ হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, কোভিড-১৯ রোগীদের মধ্যে বেশিরভাগই বাড়িতে থাকলেও হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা বাড়ছে। এর আগের সপ্তাহে যেখানে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৮১ জন, সেখানে এবার তা বেড়ে হয়েছে ২৫০। যদিও তাদের মধ্যে আইসিইউতে ভর্তি হয়েছেন মাত্র ৩ জন। গত সপ্তাহে এই সংখ্যা ছিল ২।

/ফিরোজ/

সর্বশেষ

পাঠকপ্রিয়