ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

তীব্র জ্বরে আক্রান্ত সৌদি বাদশাহ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ১৯ মে ২০২৪  
তীব্র জ্বরে আক্রান্ত সৌদি বাদশাহ

সৌদি আরবের বাদশাহ সালমান ‘তীব্র জ্বর’ ও ‘জোড়ায় জোড়ায়’ ব্যথায় ভুগছেন। এর ফলে এক মাসেরও কম সময়ের মধ্যে তার দ্বিতীয় দফা মেডিকেল পরীক্ষা করানো হবে। রোববার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।

সরকারি সৌদি প্রেস এজেন্সিতে (এসপিএ) প্রকাশিত এক বিবৃতিতে রাজকীয় আদালত জানিয়েছে, জেদ্দার আল-সালাম প্রাসাদের একটি ক্লিনিকে পরীক্ষাগুলি অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে বলা হয়েছে, বাদশাহ সালমান ‘তীব্র জ্বর এবং জয়েন্টের ব্যথায় ভুগছেন। মেডিকেল টিম স্বাস্থ্যের অবস্থা নির্ণয় এবং তার স্বাস্থ্য নিশ্চিত করার জন্য কিছু পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে।’

আরো পড়ুন:

৮৮ বছরের সালমান ২০১৫ সাল থেকে সিংহাসনে রয়েছেন। তবে ২০১৭ সালে তার ছেলে ৩৮ বছর বয়সী মোহাম্মদ বিন সালমানকে ২০১৭ সালে যুবরাজ হিসাবে ঘোষণা দেওয়া হয়। তিনিই প্রতিদিনের শাসক হিসাবে কাজ করেন।

সৌদি আরবে রাজার স্বাস্থ্য নিয়ে খুব কমই আলোচনা করা হয়। তবে রাজকীয় আদালত এপ্রিলে জানিয়েছিল, বাদশাহকে ‘রুটিন পরীক্ষা’ করার জন্য কিং ফয়সাল বিশেষজ্ঞ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওই দিনই তিনি হাসপাতাল থেকে চলে যান।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়