ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

ড্রোনও চিহ্নিত করতে পারছে না ইরানি প্রেসিডেন্টের হেলিকপ্টার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৮, ১৯ মে ২০২৪   আপডেট: ২২:১৯, ১৯ মে ২০২৪
ড্রোনও চিহ্নিত করতে পারছে না ইরানি প্রেসিডেন্টের হেলিকপ্টার

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি যে এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে সেখানে ড্রোন পাঠানো হয়েছে। তবে ড্রোন দিয়েও দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি চিহ্নিত করা যাচ্ছে না। রোববার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদি জানিয়েছেন, হেলিকপ্টার অবতরণস্থলে ত্রাণকর্মীদের পাঠানো হয়েছে।

স্থানীয় সংবাদদাতারা জানিয়েছেন, পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়েছে। ৪০টি উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনাস্থলটি চিহ্নিত করতে ড্রোন পাঠানো হয়েছে। দুর্গম এলাকা হওয়ায় সেখানে গাড়ি নিয়ে প্রবেশ করতে উদ্ধারকারীদের বেগ পেতে হচ্ছে। এছাড়া বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে দৃশ্যমান পরিস্থিতি ভালো নয়।

আরো পড়ুন:

তেহরান বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড স্টাডিজের অধ্যাপক ফোদ ইজাদির মতে, উদ্ধারকারী দলগুলো হেলিকপ্টারে থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

তিনি বলেন, ‘হতে পারে কারণ দুর্ঘটনাটি খুব খারাপ, অথবা এটি হতে পারে এলাকায় নেটওয়ার্ক নেই৷ আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়