রাইসিকে বহনকারী হেলিকপ্টারের খোঁজ পাওয়া গেছে
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটির খোঁজ পাওয়া গেছে। রেড ক্রিসেন্টের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।
তবে প্রেসিডেন্ট রাইসি ও তার সফরসঙ্গীরা বেঁচে আছেন কিনা, সে বিষয়ে গণমাধ্যমকে কোনো তথ্য দেয়নি রেড ক্রিসেন্ট।
এর আগে ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসিকে নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টার থেকে এক ফ্লাইট ক্রুর মোবাইল ফোনের সংকেত শনাক্ত করে উদ্ধারকারী দল। ওই সংকেতের সূত্র ধরেই উদ্ধারকারী দলটি দুর্ঘটনাকবলিত স্থানটি খুঁজে পায়।
ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে পূর্ব আজারবাইজানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস এর কমান্ডার আসগর আব্বাসগোলিজাদেহ বলেন, ‘আমরা এখন সমস্ত সামরিক বাহিনী নিয়ে ওই এলাকার দিকে অগ্রসর হচ্ছি। আমি আশা করি আমরা জনগণকে খুব দ্রুত সুসংবাদ দিতে পারব।’
রোববার (১৯ মে) ইরানের প্রেসিডেন্ট রাইসি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহনকারী হেলিকপ্টারটি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকারীদের ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে।
ইরানের রেড ক্রিসেন্টের প্রধান পীর-হোসেন কোলিভান্দ জানান, ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের তাভিল গ্রামের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার এলাকায় অন্তত ৭৩টি উদ্ধারকারী দল কাজ করছে।
তুরস্ক ও রাশিয়া বলেছে, তারা অনুসন্ধান অভিযানে সহায়তার জন্য বিমান পাঠাচ্ছে।
/ফিরোজ/