ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্টের নাম ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ২০ মে ২০২৪   আপডেট: ১৪:২৩, ২০ মে ২০২৪
ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্টের নাম ঘোষণা

ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ মোখবার-এর নাম অনুমোদন করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি।

ইরানের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির আকস্মিক মৃত্যুর ঘটনায় ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বের পালনের অনুমোদন দিয়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি। 

ইরানের সংবিধান বলছে, কোনো দুর্ঘটনায় যদি প্রেসিডেন্টের মৃত্যু হয় তাহলে সেই পদে বসবেন ভাইস প্রেসিডেন্ট। তবে এ ক্ষেত্রে অবশ্যই দেশটির সর্বোচ্চ নেতার অনুমতি লাগবে।

ইরানে রাষ্ট্রের প্রধান হিসেবে ভূমিকা পালন করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাকে সরকারের প্রধান এবং সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচনা করা হয়। প্রেসিডেন্ট মারা গেলে পরবর্তী ৫০ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করার বিধান রয়েছে। এই সময়ের মধ্যে নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে।

গতকাল (রোববার) আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় একটি বাঁধ উদ্বোধন শেষে ফেরার পথে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার ১৬ ঘণ্টা পর আজ সোমবার সকালে বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পান উদ্ধারকারীরা।

ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এবং আরও কয়েকজন নিহত হয়েছেন।

সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ‘ইরানিদের উদ্বিগ্ন হওয়া উচিত নয়। দেশের কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না।’

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়