ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

নাইজেরিয়ায় ৪০ জনকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০০, ২১ মে ২০২৪   আপডেট: ২২:০২, ২১ মে ২০২৪
নাইজেরিয়ায় ৪০ জনকে গুলি করে হত্যা

উত্তর-মধ্য নাইজেরিয়ায় খনি শ্রমিকদের ওপর হামলা চালিয়ে বন্দুকধারীরা ৪০ জন হত্যা করেছে। হামলাকারীরা বাসিন্দাদের বাড়িতেও আগুন দিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

সোমবার রাতে প্লাতিউ রাজ্যের ওয়াসে জেলায় এ হামলার ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে সম্পদ নিয়ে বিরোধ এবং আন্তঃসাম্প্রদায়িক সংঘর্ষের কেন্দ্রে ছিল এলাকাটি।

রাজ্যের তথ্য কমিশনার মুসা ইব্রাহিম আশোমস টেলিফোনে এএফপিকে বলেছেন, সশস্ত্র ব্যক্তিরা জুরাক সম্প্রদায়ের উপর আক্রমণ করেছে, বিক্ষিপ্তভাবে গুলি করেছে এবং বাড়িঘরে আগুন দিয়েছে। 

তিনি বলেন, ‘৪০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। জুরাক একটি জনপ্রিয় খনি সম্প্রদায়।

তবে স্থানীয় যুব নেতা শাফি সাম্বো জানিয়েছেন, হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছে।

ওয়েসে জেলায় জিঙ্ক এবং সীসার মজুদ রয়েছে। তবে পুরো প্লাতিউ রাজ্য টিন খনির জন্য পরিচিত।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়