ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাইসির হেলিকপ্টারে হামলার প্রমাণ পায়নি ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৬, ২৪ মে ২০২৪   আপডেট: ২০:৩৪, ২৪ মে ২০২৪
রাইসির হেলিকপ্টারে হামলার প্রমাণ পায়নি ইরান

ইরানের নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টারে কোনো হামলার প্রমাণ পাওয়া যায়নি। ইরানের সেনাবাহিনীর একটি প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বলে দেশটির সরকারি সংবাদমাধ্যম শুক্রবার জানিয়েছে।

গত রোববার (১৯ মে) রাতে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। একই হেলিকপ্টারে ছিলেন পরররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরাব্দুল্লাহিয়ানসহ আরও আট জন। রাইসিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সম্ভাব্য উত্তরসূরি হিসাবে দেখা হয়েছিল। বৃহস্পতিবার তাকে শিয়াদের পবিত্র শহর মাশহাদে সমাহিত করা হয়েছে।

আরো পড়ুন:

সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের জারি করা প্রতিবেদনে বলা হয়েছে, ‘অনেক বেশি উচ্চতায় বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটিতে বন্দুকের গুলি বা অনুরূপ চিহ্ন দেখা যায়নি। ফ্লাইট ক্রুদের সাথে কন্ট্রোল টাওয়ারের কথোপকথনে সন্দেহজনক কিছু লক্ষ্য করা যায়নি।’

তদন্ত অগ্রসর হওয়ার সাথে সাথে আরও বিশদ প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়