ঢাকা     রোববার   ০৭ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৩ ১৪৩১

দাঙ্গার আহ্বান ট্রাম্প সমর্থকদের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৩, ৩১ মে ২০২৪   আপডেট: ১৭:১৫, ৩১ মে ২০২৪
দাঙ্গার আহ্বান ট্রাম্প সমর্থকদের

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আদালত দোষী সাব্যস্ত করায় ক্ষুব্ধ হয়েছে তার সমর্থকরা। তারা দাঙ্গা, বিপ্লব এবং সহিংস প্রতিশোধের আহ্বান জানিয়েছে।

তথ্য গোপনের উদ্দেশ্যে ব্যবসায়িক নথিপত্রে জালিয়াতি করার দায়ে বৃহস্পতিবার আদালতে দোষী সাব্যস্ত হন ট্রাম্প। মামলায় ট্রাম্পের বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগের সব ক’টিই প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে ১২ সদস্যের জুরি। পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে শারীরিক সম্পর্কের পরে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় তার মুখ বন্ধ রাখতে ট্রাম্প ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন। ওই টাকা দেওয়ার বিষয়টি গোপন রাখতে ট্রাম্প তার ব্যবসায়িক সংস্থার নথিপত্রে জালিয়াতি করেছিলেন। মার্কিন ইতিহাসে ট্রাম্পই হচ্ছেন প্রথম সাবেক প্রেসিডেন্ট যিনি কোনো ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলেন।

ট্রাম্প দোষী সাব্যস্ত হওয়ার পর তার সমর্থকরা কয়েক ডজন হিংসাত্মক অনলাইন পোস্টের সাথে প্রতিক্রিয়া জানিয়েছে। কেউ কেউ বিচারকদের উপর হামলা, সরাসরি গৃহযুদ্ধ এবং সশস্ত্র বিদ্রোহের আহ্বান জানিয়েছে।

রয়টার্স তিনটি ট্রাম্প সংযুক্ত ওয়েবসাইটের মন্তব্যের পর্যালোচনা করেছে। এগুলো হচ্ছে- ট্রাম্পের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ, প্যাট্রিয়টস ডট উইন এবং গেটওয়ে পন্ডিত।

গেটওয়ে পন্ডিত-এ, একটি পোস্টে উদারপন্থিদের গুলি করার পরামর্শ দিয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘বামদের ছাঁটাই শুরু করার সময় হয়েছে। এটি ভোট দিয়ে ঠিক করা যাবে না।’

প্যাট্রিয়টস ডট উইনে এক জন লিখেছেন, ‘এক লাখ লোককে (সশস্ত্র) ওয়াশিংটনে যেতে হবে এবং সবাইকে ফাঁসি দিতে হবে। এটাই একমাত্র সমাধান।’

আরেক জন লিখেছেন, ‘ট্রাম্পের ইতিমধ্যেই জানা উচিত যে তার একটি সেনাবাহিনী আছে যারা তার জন্য যুদ্ধ করতে এবং মরতে ইচ্ছুক যদি সে বলে... আমি অস্ত্র ধরব যদি তিনি বলেন।’

বেশ কিছু পোস্টে ডেমোক্রেটদের ওপর হামলার কথা বলা হয়েছে।

গেটওয়ে পন্ডিতে এক জন লিখেছেন, ‘আমেরিকা পুরোপুরি ডেমোক্রেটদের হাতে ধ্বংস হয়ে গেছে। লক অ্যান্ড লোড।’
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়