ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চুরি করতে গিয়ে এসি চালিয়ে ঘুম, জাগাল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৪, ৩ জুন ২০২৪   আপডেট: ১৪:৩৫, ৪ জুন ২০২৪
চুরি করতে গিয়ে এসি চালিয়ে ঘুম, জাগাল পুলিশ

ফাঁকা বাড়িতে গিয়েছিলেন চুরি করতে। কিন্তু বাড়িতে এসি আছে দেখে তা চালিয়ে দিয়ে আরামে ঘুম দেন চোর। পরে পুলিশের ডাকে ঘুম ভাঙে চোরের। এমন অদ্ভুত ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে।

দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, রোববার (২ জুন) লখনউয়ের ইন্দিরানগর থানা এলাকায় সুনীল পান্ডে নামের এক ব্যক্তির ফাঁকা বাড়িতে ঢুকে পড়ে চোর। সুনীল পান্ডে পেশায় চিকিৎসক। কাজের সূত্রে তিনি বারানসিতে থাকায় তার বাড়ি ফাঁকা পড়েছিল। এই সুযোগে বাড়ির সামনের গেট খুলে ভেতরে ঢোকে চোর। বাইরে তখন খুব গরম।

বাড়িতে ঢুকে ড্রয়িং রুমে এসি রয়েছে দেখে চোর সেটা চালিয়ে দেয়। ঘর ঠান্ডা হতে শুরু করতেই চুরি করা বাদ দিয়ে ঘুমিয়ে পড়ে চোর। এদিকে সুনীলের বাড়ির গেট খোলা দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। তারাই পুলিশে খবর দেয়। পুলিশ এসে বাড়িতে ঢুকে দেখে মেঝের উপর চিৎ হয়ে গভীর ঘুমে রয়েছে চোর। পুলিশের লাঠির খোঁচায় সেই চোরের ঘুম ভাঙে।

ডিসিপি নর্থ জোন আর বিজয় শঙ্কর জানিয়েছেন, চোরের এক হাতে এসির রিমোট, অন্য হাতে ফোন ধরা ছিল। মদ্যপ অবস্থায় চুরি করতে এসেই এসির বাতাসে চোর ঘুমিয়ে পড়েছিল, এমনটাই মনে করছে পুলিশ। হাতেনাতে চোরকে গ্রেপ্তার করেছে লখনউ পুলিশ।

/ফিরোজ/

সর্বশেষ

পাঠকপ্রিয়