ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

নিজের আসনে জিতলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ৪ জুন ২০২৪   আপডেট: ১৮:০২, ৪ জুন ২০২৪
নিজের আসনে জিতলেন মোদি

লোকসভা নির্বাচনে বারানসীতে নিজের আসনে জিতেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেড় লাখেরও বেশি ভোটে তিনি প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী অজয় রায়কে পরাজিত করেছেন। 

এরফলে বারানসী থেকে জয়ের হ্যাটট্রিক করলেন মোদি। ভোট গণনার পর দেখা যায়, শুরুতে অজয় রাই ছয় হাজার ভোটে এগিয়ে গিয়েছেন। তবে কিছুক্ষণ পরেই ভোটের পাল্লা ভারী হতে শুরু করে নরেন্দ্র মোদির দিকে। 

২০১৯ সালে এই কেন্দ্রে ৬৩ দশমিক ৬২ শতাংশ ভোট পেয়ে জিতেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ওই সময় সমাজবাদী পার্টির প্রার্থী শালিনী যাদবকে হারিয়েছিলেন ৪ লাখ ৭৯ হাজার ৫০৫ ভোটে। ভোটের ফল অনুসারে তৃতীয়বার ক্ষমতায় আসতে চলেছে মোদির দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। জওহরলাল নেহেরুর পর নরেন্দ্র মোদি হবেন দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন।    
 

আরো পড়ুন:

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়