ঢাকা     রোববার   ২৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৪ ১৪৩২

রাম মন্দির ঠেকাতে পারলো না উত্তর প্রদেশে বিজেপির হার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৬, ৪ জুন ২০২৪   আপডেট: ১৯:৪৬, ৪ জুন ২০২৪
রাম মন্দির ঠেকাতে পারলো না উত্তর প্রদেশে বিজেপির হার

হিন্দুত্ববাদের ধোঁয়া তুলে চলতি বছরে ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেছিল বিজেপি। এরপর থেকেই ভারতের রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের ধারণা ছিল, একা রামলালাই ভোটের হাওয়া ঘুরিয়ে দেবেন। ৪ জুন লোকসভা নির্বাচনের ভোট গণনার দিন অবশ্য উল্টো কথাই বলছে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটকে পিছনে ফেলে দিয়েছে ইন্ডিয়া জোট। 

উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৪৪টিতে এগিয়ে ইন্ডিয়া জোট (সমাজবাদী পার্টি ও কংগ্রেস)। ৩৫টি আসনে এগিয়ে এনডিএ। ২০১৯ সালে এ রাজ্যে ৬২টি আসনে জিতে দিল্লির মসনদ দখল করেছিল বিজেপি।

ফৈজাবাদ আসনের অন্তর্ভূক্ত অযোধ্যায় তৈরি হয়েছে রাম মন্দির। সেই কেন্দ্রেই এবার ধরাশায়ী হয়েছে বিজেপি। সমাজবাদী পার্টির প্রার্থী অবধেশ প্রসাদের কাছে পরাজিত হয়েছেন বিজেপির লাল্লু সিং। আমেঠিতে স্মৃতি ইরানি, মানেকা গান্ধীর মতো হেভিওয়েট প্রার্থীরাও পরাজিত হয়েছেন। বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন রাহুল গান্ধী, অখিলেশ যাদব, ডিম্পল যাবদরা।  
 

আরো পড়ুন:

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়