ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রথম নির্বাচনে নেমে মান্ডিতে কঙ্গনা রানাওয়াতের বাজিমাৎ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৯, ৪ জুন ২০২৪   আপডেট: ২১:৫১, ৫ জুন ২০২৪
প্রথম নির্বাচনে নেমে মান্ডিতে কঙ্গনা রানাওয়াতের বাজিমাৎ

উত্তর ভারতের হিমাচল প্রদেশ রাজ্যে লোকসভার চারটি আসনের একটি হলো মান্ডি কেন্দ্র। এখান থেকে এবার বিজেপির হয়ে লড়েছেন কঙ্গনা রানাওয়াত। আর প্রথমবারেই বাজিমাৎ করে দেখালেন।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী এবং বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত মান্ডি লোকসভা আসনে ৭৪ হাজার ৭৫৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। ভারতের নির্বাচন কমিশন ৪ জুন এ তথ্য নিশ্চিত করেছে। তিনি কংগ্রেসের হেভিওয়েট বিক্রমাদিত্য সিংকে পরাজিত করেছেন।

তিনি লোকসভা নির্বাচনে ৫ লাখ ৩৭ হাজার ২২ ভোট পান, তার বিপরীতে বিক্রমাদিত্য ৪ লাখ ৬২ হাজার ২৬৭ ভোট পান।

মান্ডি কেন্দ্র থেকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পরে কঙ্গনা রানাউত বলেন, ‘আমি এ মুহূর্তে আবেগপ্রবণ। আমি কৃতজ্ঞ যে মান্ডির মানুষ প্রধানমন্ত্রী মোদীর সুশাসন এবং বিজেপিকে নির্বাচিত করেছে।’

তিনি আরও বলেন, ‘যদিও আমার মুম্বাই যাওয়া নিয়ে কথা হচ্ছে। তথাপি আমি আমার জন্মভূমি হিমাচল প্রদেশের মানুষের সেবা করতে চাই। আমি সর্বদা নরেন্দ্র মোদীর সৈনিক হিসেবে ‘সবার সঙ্গে, সবার বিকাশ’ এ লক্ষ্যে কাজ করতে চাই।

/ফয়সাল

সর্বশেষ

পাঠকপ্রিয়