ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

লোকসভা নির্বাচন

প্রধানমন্ত্রী পদে মোদিকে সমর্থন নয়: আসাদউদ্দিন ওয়াইসি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৯, ৫ জুন ২০২৪   আপডেট: ১২:২০, ৫ জুন ২০২৪
প্রধানমন্ত্রী পদে মোদিকে সমর্থন নয়: আসাদউদ্দিন ওয়াইসি

ভারতে এবারের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির দল বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সরকার গঠনের জন্য দলটিকে শরিকদের ওপর নির্ভর করতে হচ্ছে। এমন আবহে এবার নরেদ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করলেন অল ইন্ডিয়া মজলিম-ই-ইত্তেহাদ-উল মুসলিমিন বা এআইএমআইএম দলের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। খবর হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি।

আসাদউদ্দিন ওয়াইসি টানা পঞ্চম মেয়াদে হায়দ্রাবাদ লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। আর তারপরই বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে খোলাখুলিভাবে বলেছেন, তিনি প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদিকে সমর্থন করেন না।

ওয়াইসি বলেন, ‘আমি কখনোই যদি, কিন্তু বা সুযোগ আছে এমন কথা বলি না। আমি নির্বাচনের সময়ই বলেছিলাম, যদি এমন কোনো সুযোগ আসে যে অন্য কেউ প্রধানমন্ত্রী হচ্ছেন মোদি ছাড়া তখন আমরা সমর্থন করব।’

আরো পড়ুন:

নরেদ্র মোদিকে এখন সরকার গঠন করতে হলে চন্দ্রবাবু নাইডুর দল এবং নীতীশ কুমারের দলের কাছে মাথানত করতে হবে। বলা চলে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের সরকার গঠনের চাবিকাঠি নীতীশ কুমার ও চন্দ্রবাবুর হাতে। 

এই বিষয়টিকে কটাক্ষ করে আসাদউদ্দিন ওয়াইসি বলেন, ‘‌গোটা দেশের যা পরিস্থিতি তাতে বিজেপির এই আসনও পাওয়ার কথা নয়। আমরা যদি সঠিক কাজ করতাম তাহলে বিজেপি মাত্র ১৫০টি আসন পেত। আমরা বিজেপিকে সরকার গঠন থেকে আটকাতে পারতাম এবং এমনকি জনসাধারণও এটি চেয়েছিল। কিন্তু অসফল হয়েছি। তবে এটা ঠিক যে, আমাদের দোষারোপ করা যাবে না। কারণ একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে, দেশে কোনো মুসলিম ভোটব্যাংক বলে কিছু নেই। কখনো হবেও না।’

উত্তরপ্রদেশে বিজেপির শক্তিশালী ঘাঁটি হারানোর বিষয়টি উল্লেখ করে আসাদউদ্দিন ওয়াইসি বলেন, ‘বিজেপি ভেবেছিল তারা উত্তর প্রদেশে ধরাছোয়ার বাইরে কিন্তু কেউই অজেয় নয়। প্রধানমন্ত্রী মোদি কি লাঠির সাহায্য ছাড়া সরকার গড়তে পারবে?‌’‌

হায়দ্রাবাদে বিজেপির প্রথম নারী প্রার্থী মাধবী লতাকে বিপুল ভোটে হারানোর পর একটি সংবাদ সম্মেলনে করে আসাদউদ্দিন ওয়াইসি বলেন, ‘‌আমি মানুষকে ধন্যবাদ জানাতে চাই আমাদের দলকে ঐতিহাসিক জয় দেওয়ার জন্য। পঞ্চমবার মানুষ আমাদের সফল করেছে। হায়দ্রাবাদের সব মানুষকে ধন্যবাদ জানাই।’‌

এবারের নির্বাচনে হায়দ্রাবাদ আসনে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি পেয়েছেন ৬ লাখ ৬১ হাজার ৯৮১ ভোট আর বিজেপির মাধবী লতা পেয়েছেন ৩ লাখ ২৩ হাজার ৮৯৪ ভোট। হায়দ্রাবাদ ১৯৮৯ সাল থেকে ঐতিহ্যগতভাবে এআইএমআইএম-এর একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। 

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়