ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

পশ্চিমা বিশ্বে হামলা চালাতে ইচ্ছুক দেশগুলোকে অস্ত্র দেবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ৬ জুন ২০২৪  
পশ্চিমা বিশ্বে হামলা চালাতে ইচ্ছুক দেশগুলোকে অস্ত্র দেবে রাশিয়া

পশ্চিমা দেশগুলোর ওপর যারা আক্রমণ চালাতে পারবে তাদের অস্ত্র দেবে রাশিয়া। বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা বলেছেন।

ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য চলতি সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ তাদের অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে। বুধবার পুতিন পশ্চিমাদের দূরপাল্লার অস্ত্র সরবরাহের সমালোচনা করে বলেছেন, মস্কো পশ্চিমা লক্ষ্যবস্তুতে আক্রমণ করার জন্য অন্যান্য দেশকে অনুরূপ অস্ত্র দিয়ে সজ্জিত করতে পারে।

পুতিন বলেছেন, ‘যদি কেউ মনে করে যে আমাদের ভূখণ্ডে আক্রমণ করতে এবং আমাদের জন্য সমস্যা তৈরি করতে যুদ্ধক্ষেত্রে এই ধরনের অস্ত্র সরবরাহ করা সম্ভব, তবে আমাদের কেন বিশ্বের এমন অঞ্চলে একই শ্রেণির অস্ত্র সরবরাহ করার অধিকার নেই যেখান থেকে সেসব (পশ্চিমা) দেশের সংবেদনশীল স্থাপনায় হামলা চালানো যাবে? অর্থাৎ, প্রতিক্রিয়া সমান সমান হতে পারে। আমরা এটি নিয়ে ভাবব।’

৭১ বছর বয়সী ক্রেমলিন প্রধান অবশ্য ন্যাটো সদস্যদের উপর রাশিয়ার হামলার পরিকল্পনাকে ‘ভুয়া’ বলে আখ্যা দিয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা খোঁজার দরকার নেই।’
 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়