ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

বিশ্বে প্রথম থ্রিডি ইলেকট্রনিক ত্বক তৈরি করেছে চীন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২১, ৭ জুন ২০২৪  
বিশ্বে প্রথম থ্রিডি ইলেকট্রনিক ত্বক তৈরি করেছে চীন

জৈব নকশায় অনুপ্রাণিত বিশ্বের প্রথম থ্রিডি ইলেকট্রনিক ‘ত্বক’ তৈরি করেছে চীন। এটি মানুষের ত্বকের মতোই তিনটি যান্ত্রিক সংকেতে সাড়া দিতে পারে। শুক্রবার চীনা সংবাদমাধ্যম সিজিটিএন এ তথ্য জানিয়েছে।

মানুষের ত্বকের সংবেদনশীল কোষগুলো বাহ্যিক শক্তি ও চাপকে নিখুঁতভাবে উপলব্ধি করে। এই চাপ ও শক্তির বণ্টন প্রক্রিয়া অনুকরণ করেই চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ই-ত্বক তৈরি করেছেন। এমনকি মানুষের মতো এই ইলেকট্রনিক ত্বকেরও আছে নিজস্ব এপিডার্মিস, ডার্মিস ও সাবকিউটেনিয়াস কোষ।

সম্প্রতি সায়েন্স জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ই-ত্বকটি তিনটি যান্ত্রিক সংকেত-চাপ, ঘর্ষণ এবং টেনে ধরার ডিজিটাল অনুভূতি অর্জন করতে সক্ষম। আর এমন ত্বক তৈরিতে একটি যান্ত্রিক আঙুলের অগ্রভাগেই বসাতে হয়েছে ২৪০টি সেন্সর, যার প্রতিটির আকার দুই-তিনশ মাইক্রোমিটারের বেশি নয়। 

আরো পড়ুন:

মূলত চীনা বিজ্ঞানীদের তৈরি ই-ত্বক প্রাথমিক পর্যায়ের চিকিৎসা কাজে ব্যবহৃত হবে। গবেষকদের মতে, তাৎক্ষণিকভাবে রোগীর রক্তে অক্সিজেনের পরিমাণ ও হৃদপিণ্ডের কম্পনসহ জরুরি সব পর্যবেক্ষণে কাজে আসবে রোবটিক হাতে লাগানো এই বায়োনিক ত্বক।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়