ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

জেলেনস্কির কাছে ক্ষমা চাইলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৯, ৭ জুন ২০২৪   আপডেট: ২১:৩৪, ৭ জুন ২০২৪
জেলেনস্কির কাছে ক্ষমা চাইলেন বাইডেন

চলতি বছরের শুরুতে নতুন সামরিক সহায়তা প্যাকেজের আওতায় অস্ত্র দেরিতে সরবরাহ করায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। শুক্রবার জেলেনস্কির সঙ্গে বৈঠকে তিনি এ ক্ষমা প্রার্থনা করেন।

বাইডেন বলেছেন, ‘আপনি জানেন, আপনি মাথা নত করেননি, আপনি মোটেও আশা ত্যাগ করেননি, আপনি এমনভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন যা কেবল অসাধারণ, অসাধারণ এবং আমরা আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছি না।’

অস্ত্র দেরি পাঠানোর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ‘তহবিলের ক্ষেত্রে কী পাস হতে চলেছে তা কয়েক সপ্তাহ না জানার জন্য আমি ক্ষমাপ্রার্থী, কারণ অর্থের বিলটি পাশ করতে আমাদের সমস্যা হয়েছিল যা আমাদের কিছু রক্ষণশীল সদস্যরা আটকে রেখেছিল, কিন্তু আমরা এটা সমাধান করেছি।’

বাইডেন শুক্রবার নতুন আরেকটি সহায়তা প্যাকেজে স্বাক্ষরের তথ্যও জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘তারপর থেকে, আজকেরসহ, আমি উল্লেখযোগ্য তহবিলের ছয়টি প্যাকেজ ঘোষণা করেছি-আজ আমি আপনাদের বৈদ্যুতিক গ্রিড পুনর্গঠনে সহায়তা করার জন্য ২২৫ মিলিয়ন ডলারের একটি অতিরিক্ত প্যাকেজও স্বাক্ষর করছি।’

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়